Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাবান্ধব -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:১১ পিএম | আপডেট : ২:৫১ পিএম, ২ অক্টোবর, ২০১৮

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যত প্রজন্মকে নিয়ে ভাবেন এবং তিনি বলেছেন শিক্ষার আলোয় আলোকিত করে দেশকে আরো উঁচু শিখরে পৌঁছাতে হবে।

মঙ্গলবার (২ অক্টোবর) রাজধানী আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজিমপুর স্কুল-কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান দেয়া হয়।

কাদের বলেন, প্রধানমন্ত্রী বছরের প্রথমে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। যা অন্য কোনো সরকারের আমলে এটা সম্ভব ছিল না। আজিমপুর স্কুল এন্ড কলেজে পড়াশোনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্কুলের প্রতিটি জায়গায় শেখ হাসিনার স্মৃতি বিজড়িত আছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিম, মোস্তফা জালাল মহিউদ্দিন,আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ