Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বি. চৌধুরী-ড.কামাল রাজপথে নামুন

সংবাদ সম্মেলনে মুজাহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বি. চৌধুরীর যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেন ঐক্য প্রক্রিয়াকে ঘরের ভিতরে কথা না বলে রাজপথে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ঐক্য প্রক্রিয়ার নেতাদের শুধু টেবিলে বসে দাবি উত্থাপন না করে রাজপথে নেমে আন্দোলন করেন। তারা যেসব দাবি করেছে, আমি আশা করব, এই দাবিতে তারা রাজপথে নামবে। প্রেসক্লাব থেকে শহীদ মিনার যাওয়ার পথে দুই ফুট এগিয়ে আবার ফিরে আসবে না। গতকাল রাজধানীর পল্টনের মুক্তিভবনে ‘দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলো’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিপিবি আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে কোনো মেরুকরণে যাবে না। এক দুঃশাসন শেষ হলে আরেক দুঃশাসন এসে পড়ে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। উপস্থিত ছিলেন সাজ্জাদ জহির চন্দন, লফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স প্রমূখ। মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দুঃশাসনের বিরুদ্ধে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আগেও একবার মাঠে নেমে সরে দাঁড়ান। ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করে সিপিবি সভাপতি বলেন, তারা শুধু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দাবি উত্থাপন করেননি। তাঁরা বিএনপির সঙ্গে জোট প্রক্রিয়াকে অগ্রসর করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় শেখ হাসিনার সরকার ২০১৪ সালের মতো আরও একটি একতরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করছে। তফসিল ঘোষণার আগে সরকারকে পদত্যাগ করে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন করতে হবে। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮–এর সমালোচনা করে বলা হয়, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।



 

Show all comments
  • অর্ণব ২ অক্টোবর, ২০১৮, ৩:১৫ এএম says : 1
    এখন আর ঘরে বসে থাকার সময় নেই
    Total Reply(0) Reply
  • আজগর ২ অক্টোবর, ২০১৮, ৩:১৫ এএম says : 0
    সবাইকে ঔক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।
    Total Reply(0) Reply
  • ইমরুল ২ অক্টোবর, ২০১৮, ৫:২১ এএম says : 0
    এই ধরণের হেভি ওয়েট নেতাদের কমি নেই জনসমথন নেই মাঠে নামলে সবাই হাসা হাসি করবে তাই ভয়ে মাঠে নামে না.
    Total Reply(0) Reply
  • M.mabud ২ অক্টোবর, ২০১৮, ৮:০৬ এএম says : 0
    Apnara sobai gore bose takben na aibar r sar noi ?
    Total Reply(0) Reply
  • Bulbul Ahmed ২ অক্টোবর, ২০১৮, ১২:২৮ পিএম says : 0
    ঐক্য প্রক্রিয়ার নেতাদের শুধু টেবিলে বসে দাবি উত্থাপন না করে রাজপথে নেমে আন্দোলন করেন।
    Total Reply(0) Reply
  • মহিব্বুল্লাহ ২ অক্টোবর, ২০১৮, ১২:২৮ পিএম says : 0
    সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব একদম ঠিক কথা বলেছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ