Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির জনসমাবেশ দেখে ওবায়দুল কাদের হতাশ

প্রতিবাদ সভায় নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মাত্র ২৪ ঘণ্টার নোটিশে বিএনপির জনসভায় যে বিপুল জনসমাবেশ ঘটেছে তা দেখে ওবায়দুল কাদের হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আওয়ামী লীগ চিন্তাও করতে পারেনি অল্প সময়ের মিটিংয়ে বিএনপির সমাবেশে এই এত মানুষ হবে। আওয়ামী লীগ সমাবেশের আগে সাত দিন ধরে প্রস্তুতি নেয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদের ইমাম, সরকারি-কর্মচারীদের নিয়ে আসেন। এত কিছু করার পর যে মানুষ হয় আর আমাদের মাত্র ২৪ ঘণ্টার নোটিশে যতো মানুষ হয়েছে, তা দেখে হতাশ হওয়া স্বাভাবিক।
গতকাল (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরামের আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া ২০১৬ সালে বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন। তিনি যে পয়েন্টগুলো দিয়েছিলেন এখন দেখছি আমাদের বাম রাজনৈতিক দলগুলোসহ যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়া সেই একই দাবি করেছেন। এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সংসদ বাতিল করতে হবে, ইভিএম দিয়ে নির্বাচন করা যাবে না, নির্বাচনের আগে ও পরে সেনা মোতায়েন করতে হবে। প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সম্মিলিত ছাত্র ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।



 

Show all comments
  • টুটুল ২ অক্টোবর, ২০১৮, ৩:১৮ এএম says : 0
    নিজেদের কথা ভাবুন।
    Total Reply(0) Reply
  • জসিম আহমেদ জসিম ২ অক্টোবর, ২০১৮, ১২:৩৩ পিএম says : 0
    নেতা সমাবেশের লোক দিয়ে কোন লাভ হবে না। আপনাদেরকে মাঠে নামতে হবে।
    Total Reply(0) Reply
  • তুষার ২ অক্টোবর, ২০১৮, ১২:৩৪ পিএম says : 0
    এভাবে মাঝে মাঝে সমাবেশ আর সংবাদ সম্মেলন করে সরকার পরিবর্তন সম্ভব নয়
    Total Reply(0) Reply
  • MD Alom Mia ২ অক্টোবর, ২০১৮, ১:১১ পিএম says : 0
    মানুষ একজন হোক ওনি হতাশ হবেন কেন? নাকি সে চায় বিএনপি ক্ষমতায় আসুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ