Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষীপুর প্রেসক্লাবের কার্যক্রম স্থবির দু’পক্ষ মুখোমুখি

লক্ষীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:২৬ এএম

লক্ষীপুরপুর প্রেসক্লাবের নির্বাচন নিয়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ সাংবাদিকরা। জানা যায়, ২৬ ডিসেম্বর ২০১৫ সালে প্রেসক্লাবের নিয়মিত কমিটি এক সাধারণ সভায় যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে না পারায় গঠনতন্ত্র মতে একটি এডহক কমিটি গঠন করা হয়। ৭ সদস্যের এডহক কমিটি গঠনতন্ত্রের আলোকে কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের প্রাক্কালে কতিপয় স্বার্থান্বেষী মহল জেলা প্রশাসক লক্ষীপুরকে মিথ্যা তথ্য দিয়ে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন। তৎকালীন জেলা প্রশাসক গঠনতন্ত্রবহির্ভূত একটি ১৫ সদস্যের এডহক কমিটি গঠন করেন। এক বছর পর এটি নিষ্ক্রিয় হয়ে যায়। পরে প্রেসক্লাবের সিনিয়র সদস্যগণ একত্রিত হয়ে গত ২৩ ডিসেম্বর ২০১৭ তারিখে একটি বিশেষ সাধারণ সভায় সদস্য যাচাই-বাছাই শেষে ৪২ জন সদস্য ভোটার হিসেবে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হয়। গঠনতন্ত্র মতে পূর্বে গঠিত এডহক কমিটিকে বৈধ বিবেচনায় নিয়মিত কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য দায়িত্ব প্রদান করা হয়। গত ৬ জানুয়ারি ২০১৮ তারিখে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের সহযোগিতা কামনা করে নিষ্ফল হলে এডহক কমিটির পক্ষে হাইকোর্টে রিট পিটিশন নং-৫০৬/১৮ দায়ের করলে বিজ্ঞ আদালত গত ১৪/১/২০১৮ তারিখে ৬/১/২০১৮ তারিখের আবেদন নিষ্পত্তি করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক ভোটার তালিকা ঘোষণা, নির্বাচন কমিশন গঠন না করেই গঠনতন্ত্রবহির্ভূতভাবে আরডিসিকে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব প্রদান করেন। আরডিসি গঠনতন্ত্র মতে নির্বাচন না করায় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। পরে ৪৬ জন সাংবাদিক জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করে এর প্রতিবাদ জানান এবং আরডিসি কর্তৃক ঘোষিত কমিটি বাতিল করে গঠনতন্ত্র মতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। জেলা প্রশাসক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ার সাংবাদিকরা আইনজীবীর মাধ্যমে জেলা প্রশাসককে নোটিশ প্রদান করেন। এরপর হাইকোর্টে আবারও গঠনতন্ত্র মতে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রিট আবেদন করা হয়। আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে। আদালত থেকে কোনো নিদ্ধান্ত না এলে সাংবাদিকদের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ