বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, শিক্ষার্থীরা স্কুলে যাবে না, স্কুল যাবে শিক্ষার্থীদের কাছে। এমন ব্রত নিয়ে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য ভ্রাম্যমান প্রাথমিক বিদ্যালয় (বাসের ভিতরে স্কুলের কাঠামো) প্রতিষ্ঠা করা হয়েছে। এতে বিপুল সাড়া পাওয়া গিয়েছে। আমাদের সমাজে অনেক শিক্ষার্থী স্কুলে যাওয়ার সুযোগ পায় না। তাদের জন্য এই ভ্রাম্যমান স্কুল প্রতিষ্ঠা করেছি। এবার হোপ এর সহযোগিতায় ঢাকাতেও ভ্রাম্যমান প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সূচনা করা হলো। প্রবাসীমন্ত্রী গতকাল সকালে ইস্কাটনে দুইটি নতুন ভ্রাম্যমান স্কুল বাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, হোপ-৮৭ বাংলাদেশ-এর প্রধান রেজাউল করিমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। মন্ত্রী এই কার্যক্রমটির কল্যাণ কামনা করেন এবং শিক্ষা বিস্তারে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।