Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সব থেকে পাতলা ল্যাপটপ

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সবথেকে পাতলা ল্যাপটপ বাজারে আনাতে চলেছে এইচপি। স্পেক্ট্র নামের এই ল্যাপটপটির পুরুত্ব মাত্র ০.৪ ইঞ্চি এবং ওজন অ্যাপলের ১৩ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক এয়ারের থেকেও কম। ল্যাপটপটিতে থাকছে অত্যাধুনিক ল্যাপটপ থাকা সব ফিচার। ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল কোর আই৭ প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ স্পেস থাকছে এতে। আর এই ল্যাপটপটি গুরুত্বপূর্ণ হলো একবার চার্জ দিলে ব্যবহার করা যাবে ১০ ঘন্টা পর্যন্ত। যারা গান শুনতে ভালোবাসেন, তাদের জন্যও ল্যাপটপটি হবে দারুণ এক অনুষঙ্গ। কারণ এতে ব্যবহার করা হয়েছে ব্যাং অ্যান্ড ওলাফসেনের তৈরি সাউন্ড ইকুইপমেন্ট। ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭০ ডলার। চলতি মাসের ২৫ তারিখ থেকে এইচপি এবং বেস্ট বাই-এর ওয়েবসাইট থেকে ল্যাপটপটির জন্য অগ্রিম বুকিং দেওয়া যাবে।

ষ আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বের সব থেকে পাতলা ল্যাপটপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ