পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির সাত দফা প্রস্তাব অবাস্তব ও সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতার জন্য বিএনপি যে কোন দলের সাথে এমনকি শয়তানের সাথে জোট করবে।
সোমবার রাজধানীর গুলশান কাঁচাবাজারে আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচির প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির ৭ দফা দাবি উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৭ দফা দাবি অযৌক্তিক অবাস্তব, অসাংবিধানিক কোনো মতেই এ দাবি মেনে নেওয়া সম্ভব নয় । এখন আর কারো দাবি মেনে নেয়ার সময় নেই। আপনারা ক্ষমতায় থাকলে কি অযৌক্তিক দাবি এতো অল্প সময়ের মধ্যে মেনে নিতেন? কখন এই অযৌক্তিক ও অবাস্তব দাবি মেনে নিতেন না। আগামী নির্বাচন যথাসময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন সাম্প্রদায়িক নীলনকশা আঁকছে। বিএনপির সাম্প্রদায়িক অপশক্তি যদি কোন সহিংস আন্দোলন করে, পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
আগামী নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে গণসংযোগ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য এ জনগণের কাছে ভোট চাইবো। এ গণসংযোগ সারাদেশব্যাপী চলবে।
সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, উত্তরের সভাপতি সাদেক খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।