Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাপলের নতুন গাড়ি!

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অ্যাপল যে গাড়ি বানাচ্ছে তা এত দিন ¯্রফে গুজব বলেই উড়িয়ে দেওয়া যেত। তবে জার্মান এক পত্রিকা ১৮ এপ্রিলে এক প্রতিবেদনে লেখে, জার্মানির রাজধানী বার্লিনে গাড়ি তৈরির জন্য গোপন এক গবেষণাগার তৈরি করেছে অ্যাপল। সেখানে নিয়োগ দেওয়া জনা বিশেক কর্মী দিনরাত প্রকৌশল, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং বিপণন নিয়ে কাজ করছেন। এদিকে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের গাড়ি প্রকৌশল বিভাগের সাবেক ভাইস চেয়ারম্যান ক্রিস পরিটকে অ্যাপলের এক বিশেষ প্রকল্পের দলে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। আর গাড়ি তৈরিতে অভিজ্ঞ একজন অ্যাপলে গিয়ে যে স্মার্টফোন বানাবেন না তা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। জার্মানির পত্রিকাটি আরও লেখে, অস্ট্রিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ম্যাগনা স্টেয়ার তৈরি করবে এই অ্যাপল কার। প্রতিষ্ঠানটি বিশ্বের ২৯টি দেশে মূলত ছোট কুপার গাড়ি তৈরি করে থাকে। আরও কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি এবং গাড়ি নির্মাতাদের জগৎ থেকে অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিয়েছে অ্যাপল। এ সম্পর্কে টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক মজা করে বলেছেন, টেসলায় কাজ না পেলে বরং অ্যাপলে চেষ্টা করে দেখুন! শুধু টেসলা থেকেই যে অভিজ্ঞদের টেনে নিচ্ছে অ্যাপল, তা কিন্তু না। ফোর্ড, জেনারেল মোটরস এবং মার্সিডিজ-বেঞ্জ থেকেও নাকি কর্মী টেনে নিয়ে নিয়োগ দিচ্ছে অ্যাপল। এমনকি ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ১২৩ সিস্টেমস থেকেও কর্মী ভাগিয়ে নিতে অ্যাপল এক ‘আক্রমণাত্মক’ কার্যক্রম চালিয়েছিল বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। 

ষ আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাপলের নতুন গাড়ি!

২৬ এপ্রিল, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ