Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৃষ্টি থাকবে আদালতের দিকে

সুুপ্রিম কোর্ট আজ খুলছে

মালেক মল্লিক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ (সোমবার)। প্রথম দিনই শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম। এদিনই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারপতিসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। চলতি মাসেই প্রথম দিকেই শুনানি ও রায়ের জন্য থাকছে কয়েকটি বিশেষ মামলা। আজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি। মঙ্গলবার শুনানি শুরু হচ্ছে খালেদা জিয়ার আপিল। আর আগামী রোববার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মামলার আপিল ওপর রায়ের দিন ধার্য রয়েছে। বিএনপিসহ বিরোধী জোটের প্রায় চার লাখ ব্যক্তিকে আসামি করার ঘটনা তদন্তের নির্দেশনার মামলার শুনানি অপেক্ষায় রয়েছে। মামলা রায় ও শুনানি নিয়ে ফের সরগরম হয়ে উঠতে পারে উচ্চ আদালত। এসব বিষয় নিয়ে সবারই কম বেশি দৃষ্টি থাকবে আদালতের দিকেই এমটাই মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
আদালত সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্ট গত ১৫ আগস্ট থেকে ঈদ-উল আযহার, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশ ছিল। প্রথম কার্যদিবস প্রথা অনুযায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উভয় বিভাগের বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইতোমধ্যে নিয়মিত বেঞ্চে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সংক্রান্ত বেঞ্চ গঠন করা হয়েছে। শুনানি জন্য থাকছে কয়েকটি বিশেষ মামলা। এছাড়াও শুনানির জন্য রয়েছে আলোকচিত্রী শহীদুল আলমের মামলা ও তারেক মাসুদের পরিবার ক্ষতিপূরণ দেয়ার সংক্রান্ত মামলা।
খালেদা জিযার আপিল শুনানি: গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদন্ড দেন। আপিলের পর হাইকার্টে এ মামলায় শুনানি অব্যাহত রয়েছে। এ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বর্ধিত করে আপিলের শুনানি ২ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। এদিকে ৩১ অক্টোবরের মধ্যে এ আপিলের নিষ্পত্তির আদেশ রয়েছে আপিল বিভাগ থেকে। এছাড়া কুমিলার আদালতে নাশকতার দুটি মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদনও রয়েছে শুনানির জন্য।
চ্যারিটেবল মামলার স্থগিতে আবেদন: খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নিষ্পত্তির জন্য পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৫। সুপ্রিম কোর্টের পরামর্শ না নিয়েই কারাগারে আদালত স্থানান্তর সংবিধান ও আইন পরিপন্থী বলে দাবি করেছেন তার আইনজীবীরা। একইসঙ্গে এই আদালতে হাজিরা থেকেও বিরত রয়েছেন বিএনপি চেয়ারপারসন। ফলে তার অনুপস্থিতিতে মামলার বিচার চলার আদেশ দিয়েছেন বিচারক। ২৯ সেপ্টেম্বর ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন। অক্টোবর মাসেই এ আবেদনের ওপর শুনানি হবে। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালনার যে আদেশ দিয়েছেন তা আইন বহির্ভূত। একারণে একটা রিভিশন আবেদন করা হয়েছে। একই সঙ্গে বিচারকের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে। এছাড়া বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েক হাজার গায়েবি মামলা দায়ের ও তাতে প্রায় চার লাখ ব্যক্তিকে আসামি করার ঘটনা তদন্তের নির্দেশনা চেয়েও রিট করা হয়। যা চলতি মাসের শুনানি হতে পারে। এছাড়াও খালেদা জিয়ার উন্নত চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট করেন খালেদা আইনজীবীরা। খালেদা জিয়া আইনজীবী আশা করছেন এই মাসের শুরুর দিকে শুনানির জন্য যে কোন বেঞ্চে উপস্থাপনা করা হতে পারে।
মায়ার আপিল শুনানির রায়: আওয়ামী লীগ নেতা ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আপিলের ওপর ৭ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য রেখেছেন হাইকোর্ট। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দন্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি। বিশেষ আদালতের সাজার রায় বাতিল করে হাইকোট খালাসও দিয়েছিল। কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। পরে আপিল বিভাগ গুণাগুণের ভিত্তিতে পুনরায় ওইসব আপিল নিষ্পত্তির জন্য পক্ষগণকে নির্দেশ দেন। ১৩ বছরের দন্ডপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আপিলের ওপর ৭ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। এছাড়াও শুনানির জন্য রয়েছে শহীদুল আলমের মামলা। তথ্য-প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দি সুবিধা দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগে যার শুনানির জন্য দিন অপেক্ষায় রয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বাস মালিকপক্ষ। যার শুনানির জন্য আপিল বিভাগে ৮ অক্টোবর দিন ধার্য রয়েছে।



 

Show all comments
  • বাবুল ১ অক্টোবর, ২০১৮, ৩:৩০ এএম says : 0
    এখন আর ভালো কিছু প্রত্যাশা করি না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ