Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নানার পাশে দাঁড়িয়ে তনুশ্রীকে আক্রমণ রাখির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ২:০৪ পিএম

চ্যালেঞ্জ জানিয়ে রাখির হুঙ্কার, সাহস থাকলে তাঁর সামনে এসে অভিযোগ করুন তনুশ্রী।
তনুশ্রী দত্তের পাশে দাঁড়িয়ে যখন মি টু আন্দোলনে সরব বলিউডের একাংশ, তখন নানা পাটেকরের সমর্থনে দাঁড়িয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করে ফেললেন রাখি সবন্ত। চ্যালেঞ্জ জানিয়ে রাখির হুঙ্কার, সাহস থাকলে তাঁর সামনে এসে অভিযোগ করুন তনুশ্রী।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাখির সংযোজন, “গত দশ বছর কি ও কোমায় ছিল? এখন এসেছে নানা পাটেকরের মতো একজন প্রবীণ অভিনেতার বিরুদ্ধে কুৎসা রটাতে। এসব কিছুই না, যেহেতু তনুশ্রী ভাল ইংরাজি বলতে পারে, তাই সংবাদমাধ্যম ওকে অযথা গুরুত্ব দিচ্ছে। সাহস থাকে তো আমার সামনে আসুক।”

এ দিকে মি টু প্রশ্নে কার্যত দ্বিধাবিভক্ত বলিউড। তনুশ্রী যেমন পাশে পেয়েছেন সোনম কপূর আহুজা, ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের, তেমনি রাখি ছাড়াও নানা পাটেকরের সমর্থনে দাঁড়াতে দেখা গেছে পরিচালক মেহুল কুমার, নৃত্য পরিচালক গণেশ আচার্যকে।

এর মধ্যে আবার টুইঙ্কল খান্নার সহমর্মিতা নিয়ে টুইটারে প্রশ্ন তুলেছেন তনুশ্রী দত্ত। মি টু আন্দোলনে সামিল হয়েছেন অক্ষয়-পত্নী। কিন্তু তারপরও হাউসফুল ফোরে এক সঙ্গে শুটিং করছেন অক্ষয়-নানা পাটেকর। এখানেই প্রশ্ন তুলে তনুশ্রী বলেন, “শুধু পাশে থাকলেই হবে না, শৃঙ্খলাভঙ্গের শাস্তিও দিতে হবে। যত ক্ষণ না পর্যন্ত তা হচ্ছে, তত ক্ষণ পাশে থাকার বার্তাটা মেকি মনে হবে।”



 

Show all comments
  • Sobuj khan ১ অক্টোবর, ২০১৮, ১:২১ পিএম says : 0
    আমি জানতে চাই নতুন মুখের সনদানে ওয়েব সাইট কথাই কিবাবে নিবন দন করে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ