বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম সরফভাটার হাজী মগদর আলী বাড়ি সড়কে রোববার গভীর রাতে দুই যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। থানার ওসি হুমায়ন কবির জানান, নিহত মো. মনজু (২৬) ও মো. কাশেমের (৩০) বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। মনজু সরফভাটা সৈয়দুরখীল দক্ষিণ পাড়ার মনিরুজ্জামানের ছেলে। আর কাশেমের বাড়ি কাইন্দারকুল এলাকায়, বাবার নাম বাদশা মিয়া।
ওসি বলেন, হামলাকারীরা আগে থেকে ঘটনাস্থলে ওঁত পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাত দেড়টার দিকে তারা দুজনকে পেয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। গত ১ মার্চ মধ্যম সরফভাটা এলাকায় উকিল আহমেদ নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের হামলায় নিহত হন। তার ছেলেকেও সেদিন কুপিয়ে আহত করা হয়। ওই ঘটনায় থানায় যে মামলা হয়েছে, তাতে এজাহারভুক্ত আসামি মনজু ও কাশেম। এই জোড়া খুন আগের ঘটনার ধারাবাহিকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি হুমায়ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।