বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নে সোমবার ভোটারদের মাঝে টাকা ছড়ানো ও সন্ত্রাস সৃষ্টির ঘটনায় আওয়ামী লীগের তিন সমর্থককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ড প্রাপ্তরা হলেন, পার ফলসি গ্রামের মন্টু মিয়ার ছেলে হাসান আলী, একই গ্রামের মাছেম আলীর ছেলে বিল্লাল হোসেন ও বলরামপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে সিরাজুল ইসলাম। সোমবার দুপুর দুইটার দিকে হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নের পর ফলসি গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে তাদের দন্ডদেশ প্রদান করা হয়। হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, ফলসি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বজলুর রহমানের দুই সমর্থক হাসান ও বিল্লাল ভোটারদের মাঝে নগদ টাকা ছাড়াচ্ছিলেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমানের সমর্থক সিরাজুল ইসলাম রাম দা হাতে নিয়ে ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে সোমবার দুপুরে পারফলসি ও বলরামপুর গ্রামে অভিযান চালানো হয়। খবরের সত্যতা পাওয়ায় তিনজনকে আটক করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যজিষ্ট্রেট ও হরিণাকুন্ডুর ইউএনও মনিরা পারভিন হাসান আলীকে ২০ দিন ও বিল্লাল এবং সিরাজুল ইসলামেকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।