বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুর জেলা সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে সাজু (১৮) নামে এক কৃষক মারা গেছেন। তিনি কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বালুরচর গ্রামের বাসিন্দা। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, সীমান্ত অতিক্রম করে ভারতীয় বন্যহাতির দল ইরিবোরো ক্ষেতে পাকা ধান খেতে আসে। তাই কৃষকরা দল বেধে ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। গতকাল রোববার রাতে ১২টার দিকে একদল হাতি সীমান্ত অতিক্রম করে ধান খেতে আসলে কৃষকরা হাতির দলকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হাতির দলটি কৃষকদের আক্রমণ করলে সাজু মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৪টার দিকে সাজুকে মৃত ঘোষণা করেন।
হাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে বিষয়টি শুনেছেন বলে জানান বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।