বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : যৌতুক দাবিতে স্বামীর নিত্যদিনের নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী যমুনা বেগম।
আজ সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বজনেরা জানান, পাঁচ বছর আগে শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের মেয়ে যমুনার বিয়ে হয় একই উপজেলার চরপাড়া গ্রামের নাজের আলীর সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারধর করত স্বামী। বাবা-মা হারা যমুন বেগম বাবার বাড়ির জমি বিক্রি করে স্বামীকে দেন। তারপরও থেমে থাকেনি নির্যাতন।
সর্বশেষ রোববার রাতে ফের নির্যাতন করা হলে বিষপানে আত্মহত্যার করার চেষ্টা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যান যমুনা বেগম।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম জানান, একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।