Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অন্তত ২৫

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : আজ ২৫ এপ্রিল সোমবার শেরপুরের লছমনপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী দুটি পৃথক সহিংস ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এসব ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী ও ফকির বাড়ীর মোস্তফা ফকিরের সমর্থকরা পার্শ্ববর্তী সরকারবাড়ীর বিজয়ী মেম্বার প্রার্থী সেলিম সরকারের সমর্থকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয় বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অপর দিকে একই ইউনিয়নের কুসুমহাটি বাজারে প্রায় একই সময় পরাজিত মেম্বার প্রার্থী আফরোজের সমর্থকদের উপর বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা আক্রমণ হামলা চালালে। এতে সেখানে তিন জন আহত হয়।
পুলিশ উভয় স্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় এজাহার দেয়া হয়নি বলে টেলিফোনে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
উল্লেখ্য, ২৩ এপ্রিল শেরপুর সদর উপজেলার ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ