Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার শ্রীপুর উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচন পরবর্তী সহিংসতায় বাবলু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
জানা যায়, সকালে তৃতীয় ধাপের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হালিম ও পরাজিত আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ইউসুফ মণ্ডলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে চেয়ারম্যান আব্দুল হালিমের দলের যুবক বাবলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ