বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ পানির ট্যাঙ্ক এলাকায় চারতলা একটি ভবন হেলে পড়েছে। ভবন হেলে পড়ায় এর বাসিন্দা ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হেলে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বসবাসকারীদের ভবন ছেড়ে নিরাপদে সরে যেতে বলেছে।
ভবনের বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, বিগত সময়ে ভূমিকম্পের পরে পুরোনো এ ভবনটি আস্তে আস্তে হেলে পড়ছে। গত রোববার রাতে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। দেওভোগ পানির ট্যাঙ্ক এলাকার ফিরোজ মিয়ার মালিকানাধীন চারতলা ভবন পাশের পূর্ব দিকে কামাল উদ্দিনের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়ে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমনি শর্মা বলেন, ‘ভবনটি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।