Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সোনাগাজীতে সালিশ নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলায় গ্রামের সালিশকে কেন্দ্র করে সরকার সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী মো. রকির (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে সোনাগাজী উপজেলার সুলাখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী রকির লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।
যুবলীগ কর্মী নিহত হওয়ার প্রতিবাদে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
জানা যায়, সুলাখালি গ্রামে একটি সালিশকে কেন্দ্র করে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের এমপি রহিমুল্লাহ'র সমর্থকদের গ্রুপের সংঘর্ষ হয়।
সোনাগাজী থানা ওসি হারুনুর অর রশিদ জানান, গ্রাম্য সালিশ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ