Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার জন্ম দেশের জন্য আশীর্বাদ

চট্টগ্রামে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) নগরীতে আনন্দ র‌্যালি করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ‘শেখ হাসিনার জন্ম উৎসব উদযাপন পরিষদের’ ব্যানারে বর্ণাঢ্য আনন্দ র‌্যালিটি নগরীর বহদ্দারহাট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। পরে তিনি আনন্দ র‌্যালিতে নেতৃত্ব দেন। আনন্দ র‌্যালিতে ৮০টি ট্রাক, ট্রাকের অগ্রভাগে ১৫০ মোটর সাইকেলে নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি খেজুর তলা গিয়ে তবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, শফিকুল ইসলাম, আলী নেওয়াজ, শামসুল আলম, আশরাফুল আলম, সাইফুদ্দীন খালেদ, দলিলুর রহমান, মুসলেম উদ্দীন প্রমুখ। এম রেজাউল করিম চৌধুরী বলেন, শেখ হাসিনার জন্ম বাংলাদেশের জন্য আশীর্বাদ। তার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ