বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব তাই তিনি মাদরাসা শিক্ষার প্রতি আন্তরিক। মাদরাসা শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে মূল্যায়ন করছে।
কক্সবাজার জেলা প্রশাসক কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা
বলেন।
তিনি বলেন, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা বিস্তারে বরাবরই এগিয়ে রয়েছে। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে এই মাদরাসার বেশ সুনামও রয়েছে।
জেলা প্রশাসক এই সুনাম ধরে রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর প্রায় এক শ' মত শিক্ষার্থীদের (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালে আনুষ্ঠানিকভাবে বৃত্তির টাকা প্রদান করা হয়। এতেই বুঝাযায় মাদরাসার পড়া লেখার অবস্থা।
এতে আনুষ্ঠানিকভাবে দুই লক্ষাধিক বৃত্তির টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন, এডিসি আশরাফ হোসেন,
এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক।
মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা জাফর উল্লাহ নূরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাদরাসা শিক্ষার প্রতি যেভাবে আন্তরিক এতে মাদরাসা শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা কৃতজ্ঞ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠানে শিক্ষকও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।