Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় বিএনপির ১৭২ নেতার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১:৫০ এএম

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি আজাদ বিশ্বাস ও বিএনপির যুগ্ম-সম্পাদক ল‚ৎফর রহমান খোকাসহ বিএনপির ১৭২ জনের বিরুদ্ধে মামলা করেছে ফতুল্লা থানা পুলিশ। এ মামলায় ৬ জনকে গ্রেফতারও দেখানো হয়েছে। মামলার এজাহারে নেতাকর্মীর বিরুদ্ধে যানবাহন ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে এই মামলাটি দায়ের করেন ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক কাজী এনামুল হক। মামলায় গ্রেফতারকৃতরা হলেন নাজমুল ইসলাম, মো. রাকিব হোসেন, মো. আশিকুর রহমান ফাহিম, ইব্রাহিম, মেহেদী হাসান মিলন ও ইয়াসিন আরাফাত বাধন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ টি অবিস্ফোরিত ককটেল, ৩০টি লোহার রড, ২৭টি বাঁশের লাঠি এবং গাড়ির ভাঙা কিছু কাঁচের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা দায়ের ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. মঞ্জুর কদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ