Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকবিরোধী অভিযান রাজধানীতে গ্রেফতার ৫৯

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১:৫০ এএম

রাজধানীতে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহনগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাব। গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল বিকেল পর্যন্ত এ অভিযান চলে।
র‌্যাব-৩ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচাবাজার এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মুক্ত হক নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১০ অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গতকাল কোতয়ালী থানাধীন সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী জিন্নাহ ও মো. মুন্না মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৫৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০২ গ্রাম ৩ হাজার ৩০৪ পুরিয়া হেরোইন, ১১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এদিকে, মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের গোলচত্ত¡র এলাকা থেকে ১১০ কেজি গাঁজা ও বহনকারী কাভার্ডভ্যানসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ