পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মন্ত্রীর কথায় তদন্ত করবে না দুদক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্যাখায় আইনমন্ত্রী বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির বিষয়ে তিনি কখনো দুর্নীতি দমন কমিশনকে মামলা করতে কিংবা অনুসন্ধান করতে কিংবা তদন্ত করতে বলেননি। তাই তাঁর নাম ব্যবহার করে এধরণের বক্তব্য প্রদান ও তা সংবাদ মাধ্যমে প্রচার করা অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। মন্ত্রী আরো বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির বিষয়ে বিগত ২৩ সেপ্টেম্বর নারায়নগঞ্জে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছি, আমরা কিন্তু সব সময়ই বলে আসছি আইন সকলের উর্ধ্বে এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন সেটা খতিয়ে দেখছেন। তারা যখন তাঁর বিরুদ্ধে মামলা করবেন, তখনই মামলা হবে। সেখানে আমরা কোন হস্তক্ষেপ করবো না।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।