পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুর্গাপূজাকে ঘিরে ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সাস্প্রদায়িক সস্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কেউ যাতে কোন ধরনের গুজব ছড়াতে বা প্রচারণা চালাতে না পারে সে জন্য সকল সোশ্যাল মিডিয়া মনিটরের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে। কোন ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, এমন প্রচারণা চালালে তা বন্ধ করার এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়। গতকাল বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশ দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সভায় জানানো হয় যে, এ বছর সারাদেশে প্রায় ত্রিশ হাজারের বেশী মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। সভায় সকল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্তসহ অন্যান্য প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।