বিচারাঙ্গণে সাংবাদিকতার বাধা কাটানোর বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন ‘কোনো কোনো আদালতে সাংবাদিকদের প্রবেশে বাধা (অবস্ট্রাকশন) আছে বলে আমি জেনেছি। এগুলো আমি দেখবো।’
বুধবার সুপ্রিম কোর্টের মূলভবনের কনফারেন্স রুমে ‘লিগ্যাল এইড ও আইন সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
উন্নত বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘সেখানে আদালত কক্ষে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট আসন থাকে।’
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সুপ্রিম কোর্ট কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। বক্তব্যে প্রধান বিচারপতি বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, প্রচার ও জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিগ্যাল এইড বিষয়ক আইন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আইন-আদালত ও আইনশৃঙ্খলার তথ্য আইন সাংবাদিকতার মাধ্যমে উঠে আসে। তাই সরকারি অর্থায়নে লিগ্যাল এইড সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে তাদের ভূমিকা অপরিসীম।’