বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে ৮৮কেজি গাঁজা, একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার সকালে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাভেটকার যোগে একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজা বহন করে কুমিল্লা জেলায় নিয়ে যাচ্ছে। পরবর্তীতে র্যাবের একটি আভিযানিক দল প্রাইভেট কারটিকে ধাওয়া করে। পরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঁশজানা জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৮কেজি গাঁজা, একটি প্রাইভেট করা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে আসামীরা জানায়, তারা টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী গাঁজা সরবরাহ করে থাকে।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।