Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ঐক্যের সমাবেশে মির্জ ফখরুলসহ বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৫১ পিএম
জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদসহ কয়েকজন নেতাকে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। বেলা তিনটার দিকে তারা সমবেশেস্থলে আসেন। এসময় বিএনপির কর্মীদের সেখানে স্লোগান দিতে দেখা যায়।
 
এদিকে দুপুরের পর থেকে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেন। জাতীয় ঐক্য প্রক্রিয়া ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হয়েছেন। মহানগর নাট্যমঞ্চের অডিটোরিয়ামে মুল আয়োজন হলেও বাইরেও বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ