Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ সমাজ -মোস্তাফা জব্বার

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০১ পিএম | আপডেট : ১১:৩৮ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০১৮

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ সমাজ। তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।

তাই তথ্যপ্রযুক্তিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে কোনো ষড়যন্ত্রই আটকাতে পারবে না।’

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুল মাঠে ‘আইএসপিএবি’ আয়োজিত এক ইন্টারনেট সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা জব্বার বলেন,‘মন্ত্রিত্ব চলে যাবে কিন্তু মোস্তফা জব্বার থেকে যাবে। কারণ মন্ত্রিত্বের চেয়ে আমার কাছে তরুণদের এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। এ কারণে শত ব্যস্ততার মাঝেও এখানে ছুটে আসলাম।’

তিনি আরও বলেন,‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন একজন মানুষ যিনি তরুণ সমাজকে খুবই গুরুত্ব দেন। তার বিভিন্ন মহা-পরিকল্পনা আগামীতে তরুণরাই বাস্তবায়ন করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই, আইএসপিএবির চেয়ারম্যান এম এ হাকিম, কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।



 

Show all comments
  • ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৯ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন এইটা সটিক দেশ এগিয়ে যাবে।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোস্তাফা জব্বার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ