Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে ফলাফল ঘোষণার পর প্রিজাইডিং অফিসারের ওপর হামলা

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারী জেলার দুই উপজেলার ১২টি ইউনিয়নে শনিবার ভোট গণনা শেষে ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর প্রিজাইডিং অফিসারসহ ভোট নেয়ার দায়িত্বে নিয়োজিতদের ওপর হামলা চালিয়েছে পরাজিত এক ওয়ার্ড সদস্যের সমর্থকরা। এ সংঘর্ষে অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এ সময় পুলিশ সংঘর্ষ থামাতে তিন রাউন্ড রাবার বুলেট ও বেশ কিছু টিয়ার শেল নিক্ষেপ করে।
আহতদের মধ্যে দুই জনকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীদের মধ্যে চারজন নারী ও ৩ জন পুরুষসহ ৭ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণার পর এ হামলার ঘটনাটি ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ