Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি উন্নত ও ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে ইসলামী ব্যাংক

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৫৯ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: শুরু থেকে জনবান্ধব, বিনিয়োগ বান্ধব ও
পরিবেশ বান্ধব উল্লেখ করে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ইসলামী ব্যাংকের উদ্যোগ প্রশংসনীয়।

প্রধান অতিথি কক্সবাজার সরকারী কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসার একেএম ফজলুল করিম চৌধুরী বলেন, আগে ব্যাংক গুলো শুধু টাকা লেনদেন করত। সমাজ সেবা, পরিবেশ রক্ষা ও আর্তমানবতার সেবায় ইসলামী ব্যাংকই প্রথম চালু করে ব্যতিক্রম ধারা।

তিনি বলেন, পাহাড়কাটা ও অপ্রয়োজনীয় গাছ কাটার কারণে আমাদের সমাজ ভারসাম্যহীন হয়ে পড়ছে। ইসলামী ব্যাংক বৃক্ষ রোপন কর্মসূচীর মাধ্যমে সমাজে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসার জন্য তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট
এনায়েত উল্লাহ ছিদ্দিকী বলেন,
ইসলামী ব্যাংক বাংলাদেশ শুরু থেকে জনবান্ধব, বিনিয়োগ বান্ধব ও পরিবেশ বান্ধব।

তিনি বলেন, সারদেশে ইসলামী ব্যাংকের
৩৩৯ শাখা, ১১৯ টি এজেন্ট শাখা, ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী ও ১০ লাখ বিনিয়োগ গ্রাহক একটি উন্নত, ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ার
লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সারদেশে ইসলামী ব্যাংকের এক কোটি ২৫ লাখ গ্রাহক তার প্রমাণ।

য়ার ফলশ্রুতিতে বিশ্বের একহাজার ব্যংকের অন্যতম ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

তিনি বলেন, দেশের ৮০ ভাগ গ্রামীন জনগোষ্ঠীকে উন্নয়নের আওতায় আনতে ইসলামী ব্যাংক চালু করে পল্লী উন্নন প্রকল্প। ইতোমধ্যে গ্রামীন জনপদের অর্ধেক জনগোষ্ঠী এ পল্লী উন্নন প্রকল্পের আওতায় এসে উপকৃত হচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা মত পরিবেশের ভারসাম্য রক্ষায় ৩০ লাখ গাছ লাগানোর কর্মসুচী বাস্তবায়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ সারাদেশে বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করছে।

সবায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারী কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসার পার্থ সারথি সোম, কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যন শহিদুল আলম বাহাদুর ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক কাদেরী।
অনুষ্টানে ৪ শতাধিক নারী পুরুষ ও কক্সবাজা সদরে ৪ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।



 

Show all comments
  • mohammed hashem ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৯ পিএম says : 0
    I am account holder of this bank from 25 years. if this bank money corruption is continue I will transfer my account to other bank.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ