Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ আমদানি-রফতানি

বেনাপোল বন্দর

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

বেনাপোল বন্দর দিয়ে গতকাল সোমবার দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতের ট্রাক চালকরা ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়। বেনাপোল বন্দর অভ্যন্তরে আমদানি পণ্য ওঠা নামাসহ খালাশ প্রক্রিয়া অব্যাহত আছে। তবে দু দেশের মধ্যে পণ্য খালাস ও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।
বেনাপোল কাস্টমস’র সহকারী কমিশনার উওম কুমার জানান, ভারতীয় ট্রাক চালকরা পূজা উৎসব উপলক্ষে পণ্য পরিবহন না করায় এ পথে আমদানি বানিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম জানান, পূজার কারণে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস প্রক্রিয়া অব্যাহত আছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ৩ হাজার পাসপোর্ট যাত্রী দু দেশের মধ্যে যাতায়াত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমদানি-রফতানি

১৬ এপ্রিল, ২০২১
১৯ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ