Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি কার্যক্রম শুরু

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দীর্ঘ ১৫ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন থেকে বন্দর কর্তৃপক্ষের সাথে সিএন্ডএফ এজেন্ট ও বন্দর শ্রমিকদের দ্ব›দ্ব থাকার কারণে বন্ধ ছিল বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম।
গত শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা স্থলবন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সকলের উপস্থিতিতে আলোচনায় বন্দরের সকল সমস্যার অবসান ঘটে।
এসময় বাংলাবান্ধা স্থলবন্দরের ট্রাফিক পরিচালক আনিছ আহম্মেদ, বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লি: মহাব্যবস্থাপক মো: হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমদ, ১৮ বর্ডার ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আল-হাকিম মোহাম্মদ নওশাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, ইজারাদার বাবুল হোসেন , সি এন্ড এফ এজেন্ট, আমদানি-রপ্তানি কারক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমদানি-রফতানি

১৬ এপ্রিল, ২০২১
১৯ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ