Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির লবিস্ট ফার্ম নিয়োগে অর্থের উৎস কি? প্রশ্ন হাছান মাহমুদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৩৪ পিএম

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির লবিস্ট ফার্ম নিয়োগে অর্থের উৎস কি, এ টাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গেলো কিভাবে এটি তদন্ত করে খুঁজে বের করা প্রয়োজন এবং সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে’ সাম্প্রতিক বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীরা যারা পেট্টোল বোমা নিক্ষেপ, গাড়ি ভাংচুর এবং নানা নাশকতা মামলার আসামী ছিলো তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আবারো আনাগোনা শুরু করেছে। পুলিশ তাদের কোন কোন জায়গায় গ্রেফতার করছে। মাত্র ১৫০/২০০জন গ্রেফতার হয়েছে যারা সবাই বিভিন্ন মামলার আসামী। এতে তারা(বিএনপি) বলছে চিরুনি অভিযান। সুতরাং এই ধরনের মিথ্যাচার সত্যিই অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা জানায়।

হাছান বলেন, এখন যে সমস্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে তাদের পক্ষে রুহুল কবির রিজভী সাফাই গেয়ে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন পেট্টোল বোমা হামলাকারীরা তাদের নেতাকর্মী। অর্থাৎ পেট্টোল বোমা হামলার সাথে তারা যে যুক্ত ছিলেন এটি তিনি স্বীকার করে নিয়েছেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্টার ক্ষেত্রে, গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে বিএনপিই হচ্ছে প্রতিবন্ধক এবং এটি তারা তাদের কর্মকান্ডের মাধ্যমেই প্রমাণ করেছে। এখনো তারা আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কেন্দ্রিয় কমিটির সদস্য রফিকুর রহমান ও রেমন্ড আরেং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাছান

১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ