পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে বগুড়া আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ঠিকাদারী প্রতিষ্ঠান ফেম এন্টারপ্রাইজ এর সত্ত¡াধিকারি ও বগুড়া শহর আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান আকন্দ ওরফে ফেম মান্নানের বিরুদ্ধে আদলতে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।
একটি মামলার বাদী ছাত্রলীগ শিবগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল বাদী হয়ে গত বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ আমলী আদালতে এই মামলা করেন। একই ব্যাক্তির বিরুদ্ধে একই অভিযোগে অন্য মামলার বাদী নন্দীগ্রাম উপজেলা শাখা যুবলীগের ১ নং সদস্য এফএমএ বারী গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নন্দীগ্রাম আমলী আদালতে অপর মামলাটি করেন।
মামলার বাদীদ্বয় একই ধরণের আর্জিতে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগযোগ ও সেতুমন্ত্রী ওবাযদুল কাদের এবং দলীয় অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে ফেম মান্নান ফেসবুক ও পত্রিকার মাধ্যমে অনবরত নিন্দা ও কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন, এতে ব্যক্তি ও দলের ভাবমর্যাদা নষ্ট হচ্ছে।
মামলার প্রেক্ষিতে শিবগঞ্জ আমলী আদালতের বিজ্ঞ বিচারক শরিফুল ইসলাম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দেন। অপরদিকে নন্দীগ্রাম আমলী আদালতের বিজ্ঞ বিচারক আহসান হাবিব মামলাটি তদন্ত করার জন্য সিআইডির ওসিকে নিদের্শ প্রদান করেন। এর আগে সাজাহানপুর উপজেলা ছাত্রলীগ নেতা রঞ্জুও একই ধরনের অভিযোগ এনে একই ব্যক্তির বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করেণ ।
তবে মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আকন্দ বলেছেন, যে কথিত উদ্ধৃতি বা বিষয়বস্তুকে কেন্দ্র করে মামলা গুলো হয়েছে সে কথা গুলোর উৎপত্তি ১১মাস আগের । কিন্তু অতিসম্প্রতি বগুড়া বাস মিনিবাস মালিক সমিতির কর্তৃত্ব নিয়ে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহনের সাথে দ্ব›দ্ব সৃষ্টির পর মামলা গুলো দায়ের হওয়ায় এটা পরিষ্কার মামলা গুলো তাঁর ইঙ্গিতেই তার সমর্থকরা করেছে। যা বগুড়ায় আওয়ামী লীগের রাজনীতির জন্য বিপজ্জনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।