বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে। মারামারিতে ঐশিক পাল জিতু (২২), ফখরুদ্দিন আল ফয়সাল (২২) ও মাইমুন উদ্দিন মামুন নামে মহসিন কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে মহসিন কলেজের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানান, ছাত্রলীগের দুই গ্রুপে মুখোমুখি হওয়ার পর মারামারি হয়েছে। এক রাউণ্ড গুলিও হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সূত্র জানায়, একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি। আরেকটি পক্ষে রয়েছেন স্থানীয় যুবলীগ নেতা টিনু। টিনু গ্রুপের বহিরাগত কয়েকজন মহসিন কলেজে ঢোকার সময় রনির অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এসময় উভয়পক্ষে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। মহসিন কলেজে ঢুকতে না পেরে বহিরাগতরা সড়কে একটি মোটর সাইকেল ভাঙচুর করে। এরপর তারা চট্টগ্রাম সরকারি কলেজের ক্যাম্পাসে গিয়ে পুলিশ ফাঁড়ির ক্যান্টিনে ভাংচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে যাবার পর তারা পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।