Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

রামগঞ্জে ভোটকেন্দ্রে ২ পুলিশ গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার ইছাপুর ইউনিয়নের সৌন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের গুলিতে শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হন তারা। এরা হলেন, এসআই মো. সেলিম ও কনস্টেবল শফি উল্যাহ। তাদের প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় এসআই সেলিমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাছির উদ্দিন ববলেন, দুই পুলিশ হাতে, গলায় ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রধারী দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ