প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা মাহিয়া মাহি ব্যবসা শুরু করছেন। নিজস্ব ফ্যাশন হাউস ও ব্র্যান্ড চালু করতে যাচ্ছেন। তার ফ্যাসন হাউসের নাম ‘ভারা’। মাহি বলেন, এই ফ্যাশন হাউজে নারী-পুরুষ ও শিশুদের জন্য পোশাক থাকবে। তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা। অনেক আগে থেকেই এমন একটা কিছু করার ইচ্ছা ছিল। যেখানে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। তিনি বলেন, অনেকে বলছেন, আমি নাকি পারব না। কারণ, নতুন কিছু দাঁড় করাতে গেলে যে সময় দেয়া লাগে, সেই সময়টা আমি দিতে পারব না। তবে আমি নিজেই নিজেকে সাহস দিয়ে ঝুঁকিটা নিয়ে ফেললাম। সব ঠিকঠাক থাকলে আগামী ২৭ অক্টোবর আমার জন্মদিনে ফ্যাশন হাউসটি উদ্বোধন করার ইচ্ছা আছে। উল্লেখ্য, গত জুন মাসে একটি সেলাই মেশিন নিয়ে কাজ শুরু করেছিলেন মাহি। এখন ১৫টি সেলাই মেশিন কিনেছেন তিনি। ১৫ জন নারী কর্মী সেখানে কাজ করবে। তাদের দিয়েই আনুষ্ঠানিকভাবে তার ফ্যাশন হাউসের যাত্রা শুরু হবে। মাহি তার ফ্যাশন হাউজটির শোরুম দিচ্ছেন উত্তরায়। এই ফ্যাশন হাউজের জন্য আপাতত কোনও শুটিংয়ের কাজ হাতে রাখেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।