Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণধোলাইয়ে শিশু শিক্ষার্থী ধর্ষণের কথা স্বাকীর : আটক ২

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সাভার স্টাফ রিপোর্টার : সাভারে তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। গতকাল দুপুর ১২ টার দিকে সাভার পৌরএলাকার গেন্ডার জনৈক মামুনুর রশিদের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শিশুটির বাবা মার সাথে গেন্ডায় ব্যবসায়ী মামুনুর রশিদের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থেকে স্থানীয় আল-এহসান স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করে। এসময় গতকাল বাড়িতে কেউ না থাকায় একই বাড়ির সুরুজ মিয়া ও সুমন নামের দুই ভাড়াটিয়া একটি রুমে নিয়ে রত্নকে জোরপুর্বক ধর্ষণ করেন। পরে শিশুটি গতকাল গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মাকে ধর্ষণের বিষয়টি জানান। পরে বিষয়টি তিনি অন্য ভাড়াটিয়াদের জানালে গতকাল রাতে ধর্ষক সুরুজ মিয়া ও সুমনকে আটক করে গণধোলাই দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। শিশু শিক্ষার্থী ধর্ষণের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পুলিশ দুই ধর্ষক ও শিশুটিকে থানা হেফাজতে রেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ