Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ শিক্ষক সমন্বয কমিটির সভা শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫২ এএম

দেশের শিক্ষা ব্যবস্থায় সমস্যা সমাধান, সম্ভাবনাকে কাজে লাগানো সর্বোপরি শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি। গতকাল (রোববার) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষক সমন্বয় কমিটির কেন্দ্রীয় সেলের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে শিক্ষকদের খোঁজখবর নেন এবং দেশের সঙ্ককটকালে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। বৈঠকে শিক্ষক সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে আহŸায়ক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ সেলিম ভুইয়া, সদস্য প্রফেসর ড. মো: লুৎফর রহমান, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মো: রইছ উদ্দিন, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, ড. মো: রজ্জব আলী, কাজী মু. মাইন উদ্দীন, দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষকদের মর্যাদা রক্ষা, পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন, এমপিওভ‚ক্তির সমস্যা সমাধানসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন ইস্যুতে সব শ্রেণীর শিক্ষকদের সাথে ঐক্যবদ্ধ কাজ করার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়। শিক্ষা সংক্রান্ত ইস্যুতে খুব শিগগিরই একটি সেমিনার করা যায় কী না সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।
গত ২৯ আগস্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষকদের সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে শিক্ষা ছাড়াও চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। এরপর শিক্ষক সমাজের দুঃখ দুর্দশা দেখভালের জন্য বৈঠকে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। যার নাম- বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি। এ কমিটির আহŸায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। বাকি সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ