Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল শুরু নবায়নযোগ্য জ্বালানি মেলা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : কাল থেকে শুরু হচ্ছে জ¦ালানি মেলা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আগ্রহ বাড়াতে ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকার, বেসরকারি উদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি মেলা-২০১৬’। কাল ২৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে এ মেলা। স্রেডা, ইডকল, বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং বিভাগ, জিআইজেড, রহিমআফরোজ, বেস্টওয়ে পাওয়ার টেক, এনার্জিপ্যাক, গ্রামীণ শক্তি, জিটিএস গ্রæপ, এলআইসি সোলার ও ইন্ট্রাকো মেলায় অংশ নেবে। নবায়নযোগ্য শক্তি বা জ্বালানির নতুন নতুন অনেক প্রযুক্তির সঙ্গে গ্রাহকের যোগাযোগ নেই। এসব প্রযুক্তির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়াই মেলার অন্যতম লক্ষ্য। কিভাবে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যায় তার ওপর গবেষণাপত্র উপস্থাপিত হবে মেলার সময়ে বিভিন্ন সেমিনারে। আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রতিনিয়ত খরা, অনাবৃষ্টি, জলোচ্ছ¡াস, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে দেশ। এসব প্রতিক‚ল অবস্থা থেকে রক্ষা পেতে সৌরশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। এটা করতে পারলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে এবং বায়ুমÐলের উষ্ণায়ন কমবে। প্রাকৃতিক দুর্যোগও কমবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল শুরু নবায়নযোগ্য জ্বালানি মেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ