পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : গত পাঁচ অর্থবছরে বিদেশী পর্যটকদের মাধ্যমে আয় হয়েছে ৪ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রা। বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে চট্টগ্রাম-১১ আসনের সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বলেন, ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছরে বিদেশী পর্যটকদের মাধ্যমে ৪৪ হাজার ৪৬৬ দশমিক ৫৭ মিলিয়ন বা ৪ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকা আয় হয়েছে। তথ্যানুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে আয় হয় ১১ হাজার ৬২১ দশমিক ৫৪ মিলিয়ন টাকা। ২০১৩-১৪ অর্থবছরে ১০ হাজার ৯৯৫ দশমিক ২৭ মিলিয়ন। ২০১২-১৩ অর্থবছরে ৮ হাজার ৪৭৫ দশমিক ৬৫ মিলিয়ন। ২০১১-১২ অর্থবছরে ৭ হাজার ৪৩৫ দশমিক ৪৫ মিলিয়ন এবং ২০১০-১১ অর্থবছরে আয় হয়েছে ৫ হাজার ৯৩৮ দশমিক ৬৬ মিলিয়ন। সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশী পর্যটকদের বাংলাদেশে ভিজিটের জন্য নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। মহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অধিক সংখ্যায় বিদেশী পর্যটক আকৃষ্ট করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।