পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, ডিজিটাল দুনিয়া এখন বড় হচ্ছে। সেই সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা সর্বগ্রাসী হয়ে উঠেছে। আগামী দিনে নিউজের ধরণও পাল্টে যাবে। এই পরিস্থিতিতে আমাদের মানিয়ে নিয়ে দক্ষতা অর্জন করে ইনকিলাবের ঘোষিত মিশন বাস্তবায়নে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, যারা ইনকিলাব এর ঘোরতর বিরোধী তারাও পত্রিকাটির গ্রহণযোগ্যতা ও ব্যাপক পাঠক চাহিদার কারনে নিয়মিত এটি পাঠ করে থাকেন। অতীতে এবং বর্তমানেও দেশ ও জনগণের স্বার্থে বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইনকিলাবে প্রকাশিত সংবাদ-প্রতিবেদন সম্পাদকীয়’র আলোকে গৃহীত হয়েছে। পত্রিকাটির নিবেদিত প্রাণ সাংবাদিক ও নিয়মিত লেখকদের জন্যই এটা সম্ভব হয়েছে। তিনি পত্রিকাটির প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মরহুম হযরত মাওলানা এম এ মান্নান ও তাঁর কিছু ঘনিষ্ট সহযোগিদের কথা স্মরণ করে বলেন , পত্রিকাটি তার জন্ম লগ্ন থেকেই ইসলামী মূল্যবোধ , দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা ও স্বনির্ভর দেশ পুণঃনির্মানে তার ঘোষিত আদর্শ- লক্ষ্য থেকে একচুলও সরে যায়নি। ইনকিলাব স্বার্থের জন্য কখনো কারো সাথে আপোষ করেনি।
ইনকিলাব সম্পাদক বলেন,পাঠকরাই এই পত্রিকার প্রাণ। সেই সাথে এর সাংবাদিকদের দেশপ্রেম, ইসলামী জীবনাদর্শে বিশ্বাস ও সততায় অবিচল নিষ্ঠার কারণেই অনেক ষড়যন্ত্র, চক্রান্ত সত্বেও ইনকিলাব টিকে আছে। ভবিষ্যতেও টিকে থাকবে ইনশাল্লাহ।
গতকাল শনিবার দুপুরে ইনকিলাব ভবনে পত্রিকার সকল ব্যুরো ও আঞ্চলিক প্রধানদের নিয়ে আয়োজিত সভায় বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এই বিশেষ সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন পত্রিকার ক্রীড়া সম্পাদক ও ব্যুরো এবং আঞ্চলিক প্রধানদের উপদেষ্টা রেজাউর রহমান সোহাগ। উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী পরিচালক ফাহিমা বাহাউদ্দীন, সহকারি সম্পাদক উবায়দুর রহমান খান নদভী, সহকারি সম্পাদক মুনশি আব্দুল মান্নান, বার্তা বিভাগের সমন্বয়কারি হাফিজুর রহমান, বার্তা সম্পাদক সাকির আহম্মদ, ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার নূরুল ইসলাম, বিশেষ সংবাদদাতা রফিক মুহাম্মদ, মফস্বল বার্তা সম্পাদক আলম শামস, পরিচালক প্রশাসন আব্দুল কাদের, অনলাইন ও আইটি বিশেষজ্ঞ সৈয়দ গালিব, জিএম একাউন্টস সিরাজুল ইসলাম, ফাইন্যান্স ম্যানেজার মঈন উদ্দিন, কালেকশান ম্যানেজার আমিনুল ইসলাম তুহিন প্রমুখ ।
ব্যুরো প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনিকিলাবের চট্রগ্রাম ব্যুরো প্রধান শফিউল আলম, যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতা, রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু , বরিশাল ব্যুরো প্রধান নাছিম উল আলম, নোয়াখালী ব্যুরো প্রধান আনোয়ারুল হক আনোয়ার, দিনাজপুর আঞ্চলিক প্রধান মাহফুজুল হক আনার, বগুড়া ব্যুরো প্রধান মহসিন রাজু ,খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মুক্তি, সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমিন, ময়মনসিংহ ব্যুরো প্রধান মোঃ শামসুল আলম খান ও কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক।
পরে আইটি এক্সপার্ট সৈয়দ গালিব, মেহেদী হাসান পলাশ ও শাহ আলমের পরিচালনায় পত্রিকার অনলাইন সংষ্করণ এবং অনলাইন সাংবাদিকতা বিষয়ে একটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করেন সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।