Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

গার্মেন্টেস’র কর্মপরিবেশ পর্যালোচনা বৈঠক ২৮ জানুয়ারি

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : বাংলাদেশের পোশাকশিল্পে শ্রমমান ও কারখানা নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাসটেইনেবিলিটি কম্প্যাক্ট’ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় দ্বিতীয় বৈঠক আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। রানা প্লাজা বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে এটি করা হয়। বাংলাদেশ সরকার এ বছরের বৈঠক আয়োজন করছে। ২০১৪ সালের অক্টোবর মাসের পর থেকে বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা পর্যালোচনা করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে কম্প্যাক্টের সব অংশীদার অংশ নেবে। সাসটেইনেবিলিটি কম্প্যাক্ট বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এ বৈঠক হবে। এর আগে ২০১৪ সালের অক্টোবর মাসে ব্রাসেলসে প্রথম পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গার্মেন্টেস’র কর্মপরিবেশ পর্যালোচনা বৈঠক ২৮ জানুয়ারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ