Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লিনটনকে নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন মনিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় রাগান্বিত হয়ে অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করলেন হোয়াইট হাউসের সাবেক শিক্ষানবিস মনিকা লিউনস্কি। গত সোমবার ইসরাইলভিত্তিক চ্যানেল ২-এর সরাসরি স¤প্রচারিত একটি টেলিভিশন সাক্ষাতকার অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। খবর সিএনএন।
এ বছরের শুরুতে ক্লিনটন এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যে, তিনি মনিকার কাছে ক্ষমা চাইতে বাধ্য না। এ মন্তব্যের সূত্র ধরে মনিকাকে অনুষ্ঠানের উপস্থাপিকা ইয়নিট লেভি আচমকা প্রশ্ন করেন, ‘আপনি কি এখনো সেই ক্ষমা প্রত্যাশা করেন? ব্যক্তিগতভাবে ক্ষমা?’ উত্তরে মনিকা বলেন, ১৯৯৮ সালের ওই কেলেঙ্কারি নিয়ে কথা বলার মানে হয় না। এরপর সাক্ষাতকার দিতে না চাওয়ার ইঙ্গিত দিয়ে মনিকা বলেন, ‘আমি দুঃখিত, আমি এটা করতে পারবো না’। এমনটা বলেই হাতের মাইক রেখে দেন মনিকা, বেরিয়ে যান অনুষ্ঠানের মঞ্চ থেকে।
পরে এভাবে মঞ্চ ছেড়ে যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন মনিকা। তিনি বলেন, ‘আমরা কী ব্যাপারে কথা বলতে পারি, আর কী ব্যাপারে পারি না, তা ঠিক করাই ছিল। আমাদের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা ভয়ঙ্করভাবে উপেক্ষা করে মঞ্চে যখন আমাকে ওই প্রশ্ন করা হলো, আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, আমাকে ভুল দিকে নেওয়া হচ্ছে। আমি বের হয়ে আসি, কারণ সবসময়ই নারীদের জন্য নারীদের দাঁড়ানো উচিত। আর অন্যরা যাতে নারীর সব কিছু নিয়ে কথা বলতে না পারে সেটাও দেখা উচিত।’
মনিকার এমন আচরণের স্বাভাবিক প্রতিক্রিয়া জানিয়েছে চ্যানেল-২ কর্তৃপক্ষ। তারা তাদের অনুষ্ঠানে আসার জন্য মনিকাকে ধন্যবাদ দিয়েছে। তবে উপস্থাপিকার করা ওই প্রশ্নের জন্য ক্ষমা চায়নি। চ্যানেল-২ কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা তার অনুভূতিকে সম্মান জানাই। তার জন্য শুভকামনা রইলো।’
এর আগে ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ারে মনিকা বলেন- গণমাধ্যম, অনলাইন এবং আদালতে ‘জনসম্মুখে অপদস্থ এবং একঘরে’ করার পর তার পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) ধরা পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ