Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশ

বিএনপির ৩ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১:৩১ এএম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার বিচারকার্য আদালতে স্থানান্তরের প্রতিবাদে তিন দিনের কর্মস‚চি ঘোষণা করেছে দলটি। এর মধ্যে ৮ সেপ্টেম্বর রাজধানীসহ সারাদেশে সমাবেশ পালন করবে বিএনপি। ১০ সেপ্টেম্বর রাজধানীসহ সকল মহানগর ও জেলা সদরে একঘণ্টার মানবন্ধন ও ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীক অনশন করবে দলটির নেতাকর্মীরা। গতকাল (বুধবার) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
তিনি বলেন, আজকে দেশের সর্বত্র কোটি কোটি মানুষ আওয়াজ তুলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তিই হচ্ছে জনগণের একমাত্র আকাক্সক্ষা। তার মুক্তির দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১১টা থেকে ১২টায় এবং সারাদেশে মহানগর ও জেলায় এই কর্মস‚চি পালিত হবে। ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা প্রতীক অনশন হবে ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে। আমরা প্রতীক অনশনের জন্য রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের জন্য আবেদন করেছি।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, নেত্রকোনা, নাটোর, বরিশাল, নরসিংদী, বগুড়া, ঝিনাইদহ, সিরাজগঞ্জ ও খুলনাসহ সারাদেশে দলের নেতাকর্মীদের পুলিশের ‘মিথ্যা মামলা’ দিয়ে গ্রেপ্তার করার চিত্র তুলেন রিজভী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আউয়াল খান, সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ