বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের মূল্যবান সামগ্রী প্রতারণার মাধ্যমে আত্মসাতকারী চক্রের এক সদস্যকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতার করেছে। তার নাম নাছির উদ্দিন ওরফে পারভেজ (৩২)। মঙ্গলবার বিকালে তুরাগের কামারপাড়া নিশাত নগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ছদ্মবেশী ওই প্রতারকের কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ২ টি বাংলাদেশী পাসপোর্ট, ১ টি স্বর্ণের নেকলেস, ৪ টি স্বর্ণের চেইন, ২ টি স্বর্ণের নুপুর ও ২ টি স্বর্ণের ব্রেসলেট উদ্ধার করা হয়।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, সাগর নামে এক ব্যক্তি অভিযোগ করে যে তার ভগ্নিপতি নাছির প্রায় তিন বছর পূর্বে সিঙ্গাপুরে যান। সেখানে পারভেজের সাথে পরিচয় হয়। কিছুদিন পরেই পারভেজ নাসিরকে জানায় যে সে বাংলাদেশে যাবে। গত ২৯ আগস্ট সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দরে পারভেজের সাথে দেখা করে তাকে ২ টি স্বর্ণের পায়েল, ২টি স্বর্ণের ব্রেসলেট, ১টি স্বর্ণের নেকলেস, ৪ টি স্বর্ণের চেইন, যার ওজন ১শ গ্রাম। এর সঙ্গে ২ টি আইফোন ১০-এক্স মোবাইল দিয়ে বলা হয় যে বাংলাদেশে সাগরের নিকট পৌঁছে দিতে হবে। এজন্য পারভেজনকে ৯ হাজার টাকা দেয়া হয়। পারভেজ ওই দিন রাত ১০ টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরন করেন। অবতরনের পর পারভেজ তার মোবাইল নম্বর হতে সাগরের মোবাইল নম্বরে ফোন করে বিমানবন্দর গোলচত্বরে আসতে বললেন। রাত পৌণে ১২ টায় গোলচত্বরের সামনে একটি কাগজে মোড়ানো অবস্থায় উক্ত মালামালগুলো ও স্বর্ণালঙ্কার সাগরের হাতে দেয়। সাগর প্যাকেট খুলে দেখে যে তার ভগ্নিপতির পাঠানো স্বর্ণালঙ্কারের সাথে মিল নেই। তখন পারভেজকে জিজ্ঞাসা করলে সে জানায় বিমানবন্দরের ভেতরে কাস্টমস রেখে দিয়েছে, এই বলে সাগরের হাত থেকে উক্ত প্যাকেট নিয়ে তার ব্যবহৃত প্রাইভেটকারে উঠে তাৎক্ষনিকভাবে কৌশলে পালিয়ে যায়। ওই প্রতারক চক্রের হাতে এর আগে সিঙ্গাপুর প্রবাসী চাঁদপুরের গাজীবাড়ী পুরানবাজার এলাকার আসিফ, নওগাঁর কালিপুরের আনোয়ার হোসেন, নারায়নগঞ্জের চর সৈয়দপুরের দিদার, নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইমামসহ বিভিন্ন প্রবাসীরা বিভিন্ন সময়ে পারভেজের মাধ্যমে মূল্যবান সামগ্রী দেশে পাঠিয়ে প্রতারিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।