Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ঢাকায় ৪০% সরকারি কর্মকর্তা আবাসন সুবিধা পাবেন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১:১৮ এএম

রাজধানীতে বসবাসকারী ৪০ শতাংশ সরকারি কর্মকর্তাকে আবাসন সুবিধা দিতে কাজ চলছে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল বুধবার সচিবালয়ে বিসিএস গণপূর্ত ক্যাডারে যোগ দেওয়া নবীন কর্তকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে গণপূর্ত ক্যাডারে ২৭ জন কর্মকর্তা যোগ দিয়েছেন। এর মধ্যে ১৯ জন সিভিল এবং আটজন ইলেক্ট্রিক্যাল শাখায়।
মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় বসবাসকারী আট ভাগ সরকারি কর্মকর্তা আবাসন সুবিধা পাচ্ছেন। এ সুবিধা ৪০ ভাগে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আগে বিভিন্ন সরকারি আবাসিক ভবন সাধারণত পাঁচ-ছয় তলা করা হত। এখন এসব ভবন ২০ তলা করা হচ্ছে। আজিমপুর ও মতিঝিল এলাকার মাস্টার প্লান প্রণয়ন করা হবে। এই মাস্টার প্ল্যান চূড়ান্ত হলে এই দুই এলাকায় প্রায় ২০ হাজার কর্মকর্তার আবাসনের সুযোগ সৃষ্টি হবে।
পূর্ত মন্ত্রী বলেন, আজিমপুরের সরকারি কোয়ার্টাগুলোতে বর্তমানে এক হাজার ৮০০ এবং মতিঝিল এলাকায় দুই হাজার ৮০০ পরিবার বসবাস করে। আজিমপুর ও মতিঝিল এলাকার মাস্টারপ্ল্যান করা হচ্ছে। এই প্ল্যান চূড়ান্ত হলে এসব এলাকায় প্রায় বিশ হাজার কর্মকর্তার আবাসনের সুযোগ সৃষ্টি করা যাবে। একইসঙ্গে এসব এলাকায় উন্মুক্ত স্থানের পরিমাণ বাড়বে এবং জলাশয় ও খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা যাবে।
গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, প্রধান প্রকৌশলী মো. রাফিকুল ইসলাম, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশেদুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল মজিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ