Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘লায়লা মজনু’সহ চারটি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আগামীকাল বলিউডে নির্মিত ‘লায়লা মজনু’, ‘পল্টন’, ‘গলি গুলাইয়াঁ’ এবং ‘হালকা’ ফিল্মগুলো মুক্তি পাবে। ভিন্ন পটভূমিতে অমর প্রেমকাহিনী ‘লায়লা মজনু’ মুক্তি পাচ্ছে বালাজি মোশন পিকচার্স এবং পিআই ফিল্মসের ব্যানারে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর এবং প্রীতি আলির ব্যানারে। সাজিদ আলির পরিচালনায় অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি, সুমিত কওল, মির সারোয়ার,রুচিকা কাপুর এবং সাহিবা বালি। সঙ্গীত পরিচালনা করেছেন নীলাদ্রি কুমার এবং জয় বড়ুয়া। যি স্টুডিওস এবং জে পি ফিল্মসের ব্যানারে মুক্তি পাচ্ছে ওয়ার ড্রামা ফিল্ম ‘পল্টন’ জে পি দত্ত’র পরিচালনায় অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, অর্জুন রামপাল, সোনু সুদ, গুরমিত চৌধারি, হর্ষবর্ধন রানে, এশা গুপ্ত, সোনাল চৌহান দীপিকা কাকার এবং মোনিকা গিল। সঙ্গীত পরিচালনা আনু মালিকের। সাইকোলজিকাল থ্রিলার ‘গলি গুলাইয়াঁ’ পরিচালনা করেছেন দীপেশ জৈন: অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, শাহানা গোস্বামী, রণবীর শোরে, নীরাজ কাবি, ওম সিং এবং আরবাজ খান। ফ্যামিলি ড্রামা ‘হালকা’ পরিচালনা করেছেন নীলা মাধব পান্ড। অভিনয় করেছেন রণবীর শোরে, তথাস্তু, পাওলি দাম এবং কুমুদ মিশ্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ