বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবিতে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যের বার্মিংহাম সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, চা শিল্পের রাজধানী বলে খ্যাত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ ও হবিগঞ্জের মতো জেলায় মেডিকেল কলেজের ঘোষণা আসলেও মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজের ঘোষণা না আসায় আমরা বিস্মিত হয়েছি।
চা বাগান ও হাওর-বাওর বেষ্টিত মৌলভীবাজার জেলার প্রায় ২০ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজের। মেডিকেল কলেজের অভাবে এ জেলার শিক্ষার্থীদের বড় অংশ মেডিকেল শিক্ষা বঞ্চিত।
জোট সরকারের আমল থেকে জেলাবাসী বারবার মেডিকেল কলেজের আশ্বাস পেলেও তার বাস্তব রূপ এখনও দেখতে পায় নি। এ দাবিতে একাধিকবার দেশে ও বিদেশে অবস্থানরত মৌলভীবাজারবাসীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন । সম্প্রতি সরকার বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দেয়ার পর সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে মৌলভীবাজার জেলাটি এর আওতায় আসেনি। এ বিষয়টি দেশে বিদেশে অবস্থানরত মৌলভীবাজারের সকলকে মানুষকে মর্মাহত করেছে।
বিবৃতিতে তিনি জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের যে অবকাঠামো ও ভূমি রয়েছে তা বিবেচনায় নিয়ে সেখানে মেডিকেল কলেজের ঘোষণা দেয়া হোক।
কলেজের দাবি জানিয়ে আলহাজ হাফিয সাব্বির আহমদের বিবৃতি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।