Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মাগুরা প্রেসক্লাবের সভাপতির পরলোকগমন

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

মাগুরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ এর  জেলা প্রতিনিধি  অধ্যাপক মিহির লাল কুরি (৬৮) গত শনিবার সকাল ১০.৩০ মিনিটে মস্তিস্কে রক্তক্ষরণ  আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ২ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  গতকাল শনিবার রাত ৯টায় তাকে মাগুরা আঠারখাদা সিদ্ধেশ্বরী মঠে দাহ করা হবে।
এর আগে গত শুক্রবার রাতে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতাল হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে  তিনি মারা যান। তার মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব)এটিএম আব্দুল ওয়াহহাব, মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা প্রশাসক মো: আতিকুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এড, সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা ২৫০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শামীম খানসহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসক্লাব

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ